প্রকাশের সময় 08/11/2024
নেত্রকোনায় সেনাবাহিনী পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ১২৪২ পিস ইয়াবা, ৪৩ বোতল ফেনসিডিল ও ১০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
নেত্রকোনায় দায়িত্বরত ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর সিজানুল হায়দার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সেনাবাহিনীর একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বারহাট্টা ফায়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে মোটর সাইকেল থামিয়ে ১২৪২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী হচ্ছে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামের কালা চাঁন মিয়ার পুত্র মানিক মিয়া (৪০)। উদ্ধারকৃত ইয়াবা’র বর্তমান বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ দশ হাজার টাকার মতো। পরে আটক মাদক ব্যবসায়ীকে বারহাট্টা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
অপরদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেজর নাজমুজ সাকিব এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের বাহাদুরকান্দা নামক স্থানে ঢাকাগামী এম এস ট্রাভেলস্ বাসে তল্লাশী চালিয়ে ৪৩ বোতল ফেনসিডিল ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ সময় ফেনসিডিল ও গাঁজা পরিবহনের দায়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে পাশ^বর্তী সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার কালাঘর গ্রামের মোঃ শাহাদাত আলীর পুত্র আলমগীর হোসেন (২২) ও একই গ্রামের দক্ষিণ পাড়ার মৃত আব্দুল আলীর পুত্র মোহাম্মদ আলী (২৩)। পরে জব্দকৃত মাদক এবং আটককৃত ব্যবসায়ীদের কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়।