নেত্রকোনায় স্ত্রীকে শ্বাস রুদ্ধ করে  হত্যাঃ পাষন্ড স্বামী আটক


publisher প্রকাশের সময় : ০৫/০২/২০২৫, ৭:১৮ PM / Views
নেত্রকোনায় স্ত্রীকে শ্বাস রুদ্ধ করে  হত্যাঃ পাষন্ড স্বামী আটক

প্রকাশের সময় 05/02/2025

(সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ)

 পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সালমা বেগমকে (২৪) শ্বাস রুদ্ধ করে হত্যার ঘটনায় পাষন্ড স্বামী রমজান মিয়াকে (৩০) আটক করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের আমতলা পূর্বপাড়া গ্রামে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার সদর উপজেলার আমতলা ইউনিয়নের আমতলা পূর্বপাড়া গ্রামের মোঃ হাসেম মিয়ার পুত্র রমজান মিয়ার সাথে প্রায় ৬ বছর আগে মোহনগঞ্জ উপজেলার পালগাও রানাহিজল গ্রামের আলতু মিয়ার কন্যা সালমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বেশীর ভাগ সময় তারা ঢাকার মিরপুর এলাকায় বসবাস করে আসছিল। তাদের দাম্পত্য জীবন ৪ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। রমজান মিয়া জুয়া খেলার জন্য প্রায় সময়েই স্ত্রী সালমা বেগমের কাছে টাকা পয়সা চাইতো। এ নিয়ে তাদের মধ্যে প্রায় সময়েই ঝগড়া বিবাদ হতো। রমজান মিয়া বেশ কিছু দিন আগে ঢাকা থেকে নেত্রকোনার বাড়িতে চলে আসে। গত মঙ্গলবার  সকালে রমজান মিয়া ঢাকায়
স্ত্রী সালমা বেগমের কাছে গিয়ে বলে, সে ভাল হয়ে গেছে, সে নেত্রকোনায় একটি
বাসা ভাড়া নিয়েছেন। এখন থেকে স্বামী স্ত্রী মিলে একত্রে সুখে শান্তিতে থাকার প্রলোভন দেখিয়ে রাত ৯টার দিকে স্ত্রী সন্তানকে নেত্রকোনার গ্রামের বাড়িতে নিয়ে আসে। গভীর রাতে রমজান মিয়া স্ত্রী সালমা বেগমের গলায় জুতার ফিতা (কেডস) গলায় পেচিয়ে শ্বাস রুদ্ধ করে স্ত্রীকে হত্যা করে। অপরাধের দায় এড়াতে রমজান মিয়া খাটে মাথা টুকে চিৎকার চেচামেচি শুরু করে। চিৎকার চেচামেচি শুনে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে এসে বিষয়টি বুঝতে পেরে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্বামী রমজান মিয়াকে আটক করে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাজী শাহ নেওয়াজ এর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মৃতের ভাই সবুজ মিয়া বাদী হয়ে স্বামী রমজান মিয়াসহ পরিবারের ৪ জনকে আসামি করে আজ বুধবার দুপুরে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

ব্রেকিং নিউজ
#তারুণ্যের উৎসব উপলক্ষে তিন দিনের বইমেলায় উদ্বুদ্ধ তরুণ প্রজন্ম#সদ্য সরকারিকৃত কেন্দুয়া ডিগ্রি কলেজঃ সকালে অধ্যক্ষ নিয়োগ আদেশ বিকেলে বাতিল#নেত্রকোনায় স্ত্রীকে শ্বাস রুদ্ধ করে  হত্যাঃ পাষন্ড স্বামী আটক#মদনে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ#নেত্রকোনায় উদ্ধারকৃত গন্ধগোকুল বনে অবমুক্ত#নেত্রকোনার সীমান্তে ৩১ বিজিবির অভিযানঃ ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ#গৃহবধু আত্মহত্যা নাকি হত্যা দ্বিমত পিত্রালয়ের লোকজনের।#আটপাড়ায় বাস ও সিএনজির সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক  নিহত #নেত্রকোনার মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী#খালিয়াজুরী দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত#পূর্বধলায় দীর্ঘদিন পর আদালতের রায়ে জমি বুঝে পেয়েছে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ#রাহুল রাজ এর ভিন্ন ধারার ছোট গল্প- একজন ছমির মোল্ল্যা#আটপাড়া উপজেলার আওলীগের ৪০ নেতাকর্মী কারাগারে#১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির সম্মেলন, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ#নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত #নেত্রকোনায় লিমা হত্যাকাকারীদের ফাঁসির দাবীতে মানব বন্ধন#নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু#গৌরীপুরে ২ দিনব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ #ক্ষণজন্মা তবু কর্মে যিনি মৃত্যুঞ্জয়ী!#মরহুম এডভোকেট আব্দুল কদ্দুছ এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল