নেত্রকোনা সদর উপজেলার মহেন্দ্রপুর গ্রামে স্বেচ্ছাশ্রমে নির্মিত সরকারি সড়ক পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক। গত বৃহস্পতিবার তিনি এই সড়ক পরিদর্শনকালে এলাকাবাসী তাকে স্বাগত জানিয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার মহেন্দ্রপুর গ্রামে সড়কে অভাবে গ্রামবাসীদের চলাচলে বিঘ¥ সৃষ্টি হয়। যাতায়াতের সুবিধার্থে সম্প্রতি গ্রামের লোকজন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সরকারি হালট দিয়ে মাটি কটে সড়ক নির্মাণ করেন।
মহেন্দ্রপুর গ্রামের আবদুস ছালামসহ আরো অনেকে জানান, নেত্রকোনা সদর উপজেলার মহেন্দ্রপুর গ্রামে সড়কের অভাবে গ্রামবাসীর চলাচলে অসুবিধে হত। চলাচলের সুবিধার্থে গ্রামের লোকজন সরকারি জায়গা দিয়ে মাটি কেটে সড়ক নির্মাণ করেন। আগে সড়ক না থাকায় আমাদের চলাচলে অসুবিধে হত। আমরা নিজেরা কাজ করে মাটি কেটে সরকারি জায়গা দিয়ে রাস্তা তৈরী করেছি। এতে আমাদের সকলের অনেক উপকার হয়েছে। ইউএনওকে জানালে তিনি নিজেই এসে পরিদর্শন করেছেন।
নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক বলেন, গ্রামবাসী নিজেদের চলাচলের সুবিধার্থে সরকারি জায়গা দিয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ করেছে। এতে এলাকার সাধারণ জনগনের খুবই উপকারে আসবে। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
সবার আগে আমরা আছি আপনার সাথে