ছয় বছর ধরে কারাবাসে থাকা আসামী আলী আহমেদ খান শিপন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শিপন (৩৮) নেত্রকোনা পৌর শহরের কাটলী এলাকার মরতুজ আলীর ছেলে।
শুক্রবার(১৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২ টার কারাগার থেকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিপনের স্বজনেরা জানান, গত ২০১৮ সালে মাদক বিরোধী অভিযানে এলাকার কিছু প্রভাবশালী মাদক ব্যবসায়ীরা মাদকসহ শিপনকে ফাসিয়ে দেয়। সেই থেকে কারাগারেই ছিলেন শিপন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা তাসমিয়া হোসেন অনন্যা জানান, শিপন মিয়াকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনার সময়েই তিনি মারা যান। প্রাথমিকভাবে মনে হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
কারাগার থেকে শিপন মিয়াকে হাসপাতালে আনার সময় সাথে থাকা কারা পুলিশের সদস্য শাহিনুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে বুকে ব্যাথা অনুভব করেন শিপন। পরে তাকে কারা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিল। আজ সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। সাথে সাথে উন্নত চিকিৎসার জন্যে সদর হাসাপাতালে নিয়ে যাই। সেখানে তিনি মারা যান।
নিহতের ভাই মনোয়ারুল হক সাবুল বলেন, একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে এতোদিন হাজতেই ছিল। এই মাসের ২২ তারিখ তার জেল থেকে ছাড়া পাওয়ার কথা ছিলো, স্ট্রোক করে মারা যাওয়ার খবরে হাসপাতালে যাই।
সবার আগে আমরা আছি আপনার সাথে