প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৩:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ১১:৪১ পি.এম
নেত্রকোনার সীমান্তে বিজিবি অভিযানঃ সাড়ে ৩৪ লক্ষ টাকার সুপারী জব্দ
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১বিজিবি) কলমাকান্দা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী পশ্চিম লেঙ্গুড়া এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩৪ লাখ টাকার সুপারী জব্দ করেছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামান শনিবার দুপুরে সাংবাদিক কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, একটি চোরাকারবারি চক্র ভারতে পাচারের উদ্দেশ্য সীমান্ত একাকায় বাংলাদেশী সুপারী জড়ো করছে এ ধরনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলমাকান্দা উপজেলা লেঙ্গুড়া বিওপির ৮ সদস্যের একটি বিজিবি টিম শুক্রবার বিকাল ৪টার দিকে লেঙ্গুড়া ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী পশ্চিম লেঙ্গুরা এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৭৬৮০ কেজি বাংলাদেশী সুপারী জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৩৪ লক্ষ ৫৬ হাজার টাকা।
জব্দ কৃত এসব সুপারী আজ শনিবার দুপুরে নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
সবার আগে আমরা আছি আপনার সাথে
Copyright © 2024 নেত্রকোনা নিউজ ২৪. All rights reserved.