নেত্রকোনায় আরিফ খান জয়ের মোটর সাইকেল শোডাউন

প্রকাশের সময় 06/11/2023

সম্পাদকীয় 

নেত্রকোনা-২, সদর-বারহাট্রা আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের নেতৃত্বে সোমবার সারাদেশব্যাপী বিএনপি-জামাতের ডাকা অবরোধের বিরুদ্ধে জেলা শহরে মোটর সাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।

 

জানা গেছে, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের নেতৃত্বে কয়েক’শ মোটর সাইকেল সোমবার সকালে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিনসহ বাস টার্মিনালে বিএনপি-জামাতের বিরুদ্ধে অবস্থান কর্মসূচী পালন করেন। এ সময় সাবেক উপমন্ত্রী জয় যানবাহন চলাচল স্বাভাবিক রাখার লক্ষে সহযোগিতা প্রদান করেন।

 

মোটর সাইকেল শোডাউন উদ্ধোধনকালে সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারাবিশে^ উন্নয়নের রোল মডেল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে এদেশ হবে স্মাট বাংলাদেশ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে হবে। দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *