নেত্রকোনায় গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

প্রকাশের সময় 08/09/2023

 

আইরিন আলিফ

নেত্রকোনায় গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: বাবুল মিয়া (৫৫) দীর্ঘ ৭ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার পর অবশেষে মডেল থানা পুলিশের অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত মো: বাবুল মিয়া সদর উপজেলার ছোট গরদি গ্রামের মৃত মইজউদ্দিন খানের ছেলে।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: লুৎফর রহমান জানান, নেত্রকোনার বিজ্ঞ আদালতে ২০১৬ সালে গণধর্ষণ মামলার রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো:বাবুল মিয়া ৭ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হকের নেতৃত্বে এসআই ফরিদ আহমেদ, এসআই নজিবুল হক, এএসআই শাহীন সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের হাটখলা বাজার এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো:বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সুপার মো: ফয়েজ আহমেদের দিকনির্দেশনায় পলাতক আসামীদের গ্রেপ্তারে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *