আইরিন আলিফ
নেত্রকোনা ডিবি অফিসার পরিচয় দিয়ে প্রতারনার অভিযোগে মো. তাপস বেগ (৪০) নামে এক ভূয়া পুলিশকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান জানান, কেন্দুয়া উপজেলার তারাকান্দি রাজিবপুর গ্রামের নুর নবী বেগের ছেলে তাপস বেগ দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারনা করছিল। অভিযোগকারী প্রিতুল দেবনাথের দেয়া তথ্যে জানা গেছে, কথিত ডিবি পুলিশের এসআই হারানো মোবাইল উদ্ধার করে দেয়ার কথা বলে ২ হাজার টাকা নিয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আসতে বললে সন্দেহ হয়।
খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার এসআই সঞ্জয় সরকার সঙ্গীয় ফোর্সসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আসামী তাপস বেগকে আটক করেন। তার কাছ থেকে পুলিশের মনোগ্রাম যুক্ত একটি চাবির ছরা, তার পড়নে থাকা বাংলাদেশ পুলিশের নেভী ব্লু রংয়ের একটা ফুল প্যান্ট এবং অভিযোগকারীর দোকান হতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে বাকীতে নেয়া একটি সেম্পনি বাটন সেট উদ্ধার করা হয়।
সবার আগে আমরা আছি আপনার সাথে