"সম্পাদকীয়"
নেত্রকোনার পুলিশ সুপার মো:ফয়েজ আহমেদের দিকনির্দেশনায় মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে এস.আই মো: হাফিজুর রহমানের নেতৃত্বে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ৯৩৫ পিস ইয়াবাসহ সোহেল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের আলমপুর গ্রামে মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটের দিকে মো. জাহাঙ্গীর আলমের মুদির দোকানের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আলমপুর গ্রামের মো: কিতাব আলীর ছেলে সোহেলকে ৯৩৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। আসামী সোহেলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সবার আগে আমরা আছি আপনার সাথে