প্রকাশের সময় 05/12/2023
গোলাম শাহাদাত খান (সোহেল)
নেত্রকোনা জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে মঙ্গলবার আধুনিক সদর হাসপাতালের ইপিআই ভবনে ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞার সভাপতিত্বে ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. ফারিয়া আজমাঈন ছুটি।অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. অভিজিত লোহ প্রমুখ।
সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা জানান, আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪০ হাজার ৫’শ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লক্ষ ৪৮ হাজার ৫’শ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।