নেত্রকোনায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

প্রকাশের সময় 12/09/2023

 

আইরিন আলিফ, নেত্রকোনা 

 

নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের মোক্তারপাড়া পাবলিক হলে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে এবং প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সাধারন সম্পাদক চিন্ময় তালুকদারের সঞ্চালনায় সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিরোধযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান প্রমুখ। সভায় সর্বজনীন পেনশন স্কিমের ওপর সার্বিক উপস্থাপনা করেন জেলা প্রশাসনের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ মাখদুম। সভায় সকল শ্রেনী-পেশার লোকজন অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *