প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ৩:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৪, ১১:০৬ পি.এম
নেত্রকোনা জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত কাজী শাহনেওয়াজ
নেত্রকোনা জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কাজী শাহনেওয়াজ। তিনি নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ। আজ সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে নভেম্বর মাসের মাসিক অপরাধ সভায় মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি, চোরাচালান নিরোধ, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং, সর্বোপরি অপরাধ পর্যালোচনা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় জেলায় শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হন তিনি।
অপরদিকে একই থানার এস আই মোঃ শাহজাহান খান শ্রেষ্ঠ (এসআই) পরে নেত্রকোনা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে তাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), পুলিশ সুপার (সদর সার্কেল) বারহাট্টা সার্কেল খালিয়াজুড়ি সার্কেল, সিনিয়র সহকারী পুলিশ সুপার দুর্গাপুর সার্কেল সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
ওসি কাজী শাহনেওয়াজ বলেন, পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষায় এবং জনগণের সেবায় আমি সবসময়ই অবিচল। আমি কাজ ও দায়িত্বকে অধিক ভালোবাসি। এ ছাড়াও পুরস্কার প্রাপ্তি কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। আর ভালো কাজের সবসময়ই মূল্যায়ন আছে। তাই আজ আমি শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছি, আমি আবারও সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
সবার আগে আমরা আছি আপনার সাথে
Copyright © 2024 নেত্রকোনা নিউজ ২৪. All rights reserved.