নেত্রকোনা মডেল থানার পুলিশ বুধবার ভোর রাতে ঝাউসী নামক এলাকায় অভিযান চালিয়ে দুইটি চোরাই গরু, একটি ট্রাকসহ একজন চোরকে আটক করেছে।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম (পিপিএম) সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এস আই আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি টিম নেত্রকোনা ময়মনসিংহ সড়কের সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসী এলাকায় মেসার্স পূবালী অটো রাইস মিলের সামনে বুধবার ভোর সোয়া ৫টার দিকে ময়মনসিংহগামী একটি ট্রাককে সন্দেহ হওয়ায় থামানোর সিগন্যাল দেয়। এ সময় পুলিশ ট্রাকের পিছনের বডিতে দুইটি গরু দেখতে পায়। পুলিশের জেরার মুখে ট্রাক চালক কোন সদুত্তর দিতে না পারায় পুলিশ গরু ট্রাক সহ চালককে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত ট্রাক চালকের নাম দেলোয়ার হোসেন (৪৫)। সে জামালপুর জেলার সদর উপজেলার ছনকান্দা গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র।
এদিকে নেত্রকোনা সদর উপজেলার মুগরাটিয়া গ্রামের মৃত আমির উদ্দিনের পুত্র আব্দুল গফুর তার গোয়ালে গরু দেখতে না পেয়ে মডেল থানায় মামলা করতে আসে। পরে সে থানায় আটক গরু দেখে গরুগুলো তার বলে সনাক্ত করে।
এ ব্যাপারে আব্দুল গফুর বাদী হয়ে ধৃত দেলোয়ার হোসেনসহ কয়েক জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় নিয়মিত মামলা রুজু করে। উদ্ধারকৃত দুইটি গরুর আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা এবং ট্রাকের আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা।
সবার আগে আমরা আছি আপনার সাথে