নেত্রকোণা রেলওয়ে স্টেশনে যাত্রী ভোগান্তি লাঘবে রেলওয়ে কর্তৃপক্ষের নিকট বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেছে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। ছাত্র নেতা ফাহিম খান পাঠানের নেতৃত্বে একদল শিক্ষার্থী স্টেশন মাস্টারের নিকট এসব দাবি তুলে ধরে দ্রুত সেগুলো বাস্তবায়নের দাবি জানান। দাবিগুলোর মধ্যে ছিল, টিকিট ব্ল্যাকিং বন্ধ করা, কমিউটার ট্রেনে প্রতিটি সিটের বিপরীতে ২টি করে টিকিট কাটানোর অবৈধ সিস্টেম বন্ধ করা, দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকা গণ শৌচাগারটি স্থায়ীভাবে চালু করা, প্লাটফরমে বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা করা, যাত্রীর আসন বৃদ্ধি করা, সুপেয় পানির ব্যবস্থা করা ইত্যাদি। এসব দাবির মুখে স্টেশন কর্তৃপক্ষ গণ-শৌচাগারটি সাথে সাথে খুলে দেয় এবং অন্যান্য সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।
সবার আগে আমরা আছি আপনার সাথে