নেত্রকোনা সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

প্রকাশের সময় 28/06/2024

নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় সুজন বর্মন (৩৫) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। এসময় আরো তিন সিএনজি যাত্রী আহত হয়। আজ শুক্রবার সকালে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের সদর উপজেলার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত সুজন ময়মনসিংহ ত্রিশালের ধলা গ্রামের বরেন্দ্র চন্দ্র বর্মনের ছেলে। তিনি নেত্রকোনার মোহনগঞ্জে তার বোনজামাইয়ের স্বর্ণের দোকানে কাজ করত।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, আজ সকালে সুজন বর্মন তার স্ত্রীকে নিয়ে সিএনজি করে মোহনগঞ্জ থেকে কিশোরগঞ্জে তার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনে চলন্তবাহী একটি ট্রাককে অভারটেক করতে যায়। এসময় ট্রাকের ধাক্কায় সিএনজি সড়কের পাশে পরে যায়। এতে ৪জন গুরুতর আহত হয়।

স্থানীয় তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুজন বর্মনকে মৃত ঘোষনা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *