প্রকাশের সময় 03/04/2024
নেত্রকোণার পূর্বধলায় পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে।
আজ (৩ এপ্রিল) বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান’র সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়োব আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন বকুল, পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, তরুন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মুজিবুর , পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: শফিকুল ইসলাম খান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু বকর সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলার সকল সরকারি বেসরকারি দপ্তর প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, ব্যবসায়ী প্রতিনিধিগণসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ঈদুল ফিতর ও ১লা বৈশাখ উদযাপনকে নির্বিঘ্নে নিরাপদ ও আনন্দঘন করতে করনীয় বিষয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়।