নেত্রকোণার পূর্বধলা উপজেলার নারী প্রশিক্ষনার্থীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার ল্যাপটপ বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আহমদ হোসেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে "হার পাওয়ার" প্রকল্পের আওতায় পূর্বধলা উপজেলার মোট ২৫ জন নারী প্রশিক্ষণার্থীকে ল্যাপটপ বিতরণ করা হয়। রবিবার(৩১ মার্চ) উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন এবং তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর এ আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সহকারী প্রোগামার জায়েদ হোসেন।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহাম্মেদ রাজ্জাক সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম।
পূর্বধলা উপজেলা সহকারী প্রোগামার মোঃ রফিকুল ইসলাম জানান, উইমেন আইটি সার্ভিস প্রোভাইডার কোর্সে ৬ মাসব্যাপী ২৫ জন নারীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তারা প্রশিক্ষণ শেষে অনলাইন ও অফলাইনে সাবলম্বী হওয়ার সুযোগ পাবে।
সবার আগে আমরা আছি আপনার সাথে