ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি(ইজিজি) সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে (২৩ এপ্রিল) মঙ্গলবার দুপুর১২ টায় শহীদ হারুন পার্কের গেটের সামনে থেকে বাজার ঘুরে ঘুরে
প্রচন্ড গরমে তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশেষ করে রিক্সা-ভ্যান, ঠেলাগাড়ি, হ্যান্ডট্রলি, অটো, ট্রাক-বাস চালকসহ খেটেখাওয়া পথচারীদের মাঝে ঠান্ডা পানি/কোমলপানীয় বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী আবু কাউসার চৌধুরী রন্টি, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য আনোয়ার হোসেন শাহিন, হুমায়ুন কবীর সুমন, শংকর ঘোষ পিলু, সুপক রঞ্জন উকিল, আবুল বাশার রিপন, ফিরোজ আলম কিরণ, মাহফুজুর রহমান, মোঃ মাসুদ আলম, রুবেল মিয়া সহ আরও অনেকে। সংগঠনের স্বেচ্ছাসেবকরা জানান তারা তৃষ্ণার্ত মানুষদের কোমল পানীয় খাওয়ানোর পাশাপাশি এই অতি গরমে করণীয় সম্পর্কে সচেতনতা মূলক প্রচারণা পরিচালনা করেন। তারা সাংবাদিকদের আরো জানান আজ এক হাজার বোতলের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলমান থাকবে। এদিকে এসব কোমল পানীয় হাতে পেয়ে খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি।
সবার আগে আমরা আছি আপনার সাথে