প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায়দের পাশে রয়েছেন: আরিফ খান জয়

প্রকাশের সময় 22/09/2023

 

আইরিন আলিফ, নেত্রকোনা 

নেত্রকোনা-২, সদর-বারহাট্রা আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এলাকার দৃশ্যমান উন্নয়নের রূপকার সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি বলেছেন, বিশ্বমানবতার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়দের পাশে রয়েছেন।এরই ধারাবাহিকতায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে লাল সবুজের ঘর উপহার প্রদান করে অসহায়দের স্বপ্ন পুরন করেছেন।তিনি বলেন, আওয়ামীলীগ সরকার, বার বার দরকার। নেত্রকোনার মাটি, জননেত্রী শেখ হাসিনার ঘাটি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষে সকলকে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। নৌকা উন্নয়নের প্রতীক। নৌকা গনতন্ত্রের প্রতীক। নৌকা জননেত্রী শেখ হাসিনার প্রতীক।সদর উপজেলার ৪নং সিংহের বাংলা ইউনিয়নের সিংহের বাংলা বাজারে বৃহস্পতিবার বিকেলে গনসংযোগকালে সংক্ষিপ্ত পথসভায় সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি এসব কথা বলেন।এ সময় সিংহের বাংলা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *