
প্রকাশের সময় 07/11/2025
প্রধান উপদেষ্টার সিনিয়র প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন আগামী ফেব্রুয়ারি মাসেই দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরোও বলেন যারা নির্বাচন বানচাল করতে চায় তারা হচ্ছে পতিত স্বৈরশাসকের দোসর ছিলেন, আপনারা দেখবেন তারা হয়তো তার কাছ থেকে পূর্বাচলে প্লট পেয়েছেন নয়তোবা তার কাছ থেকে তারা সেই সময় সুখ শান্তিতে ছিলেন তারাই নির্বাচন বানচাল করতে চাই। নিবার্চন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই হবে।
আজ ৭ নভেম্বর শুক্রবার সকাল ৯ টায় নেত্রকোনা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এই মন্তব্য করেন।
সার্কিট হাউজে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসকসহ জেলায় কর্মরর্ত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় করতে বদ্ধপরিকর। তিনি চান, দেশের সব রাজনৈতিক দল অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের নির্বাচিত সরকার গঠন করুক।
জাহাঙ্গীর আলম 









