বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নেত্রকোনা জেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

প্রকাশের সময় 26/06/2024

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ নেত্রকোনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামসুল হুদা শামীমের নেতৃত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা শহরের কুরপাড় এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা ছাত্রদলের (স্থগিতকৃত) যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন খান পাঠান (অন্তর), সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি চৌধুরী, ছাত্রদল কর্মী তায়েব হাসান, রায়হান মিয়া, আতিক ইসলাম, সাকিব হাসান, রাসেল প্রমুখ।

উল্লেখ্য, গত ২১ জুন শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে  রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে। ৭৯ বছর বয়সি বেগম জিয়া লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি ও হার্টসহ নানা রোগে আক্রান্ত। গত বছরের ২৭ অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসনের রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *