ভারতীয় মিডিয়ায় নেত্রকোণায় সংখ্যালঘুদের ওপর হামলার খবর সম্পুর্ণ  ভুয়া ও ভিত্তিহীন               — খেলাফত আন্দোলন

প্রকাশের সময় 04/12/2024

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আব্দুর রহিম বলেন, ভারতীয় বিভিন্ন মিডিয়া এবং ব্লগে নেত্রকোনা ও ময়মনসিংহে সংখ্যালঘুদের উপর অত্যাচার ও নির্যাতনের যে সব সংবাদ প্রকাশ করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন।
তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ৫ই আগস্ট দেশ ছেড়ে পালানোর পর ভারতে বসে দেশ ও জনগণের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের ধারবাহিকতার অংশ বিশেষ নেত্রকোনা ও ময়মনসিংহে সনাতন ধর্মাবলম্বীদের উপর নানা ধরনের অত্যাচার ও নির্যাতন করা হচ্ছে মর্মে পরিকল্পিত ভাবে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে।  আমরা এই ধরনের ভূয়া ও ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। তিনি আজ বুধবার জেলা শহরের বড় বাজার মুক্তিযোদ্ধা মার্কেট প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত যুব আন্দোলন নেত্রকোনা জেলা শাখা কর্তৃক আয়োজিত ভারতে বাংলাদেশ হাই কমিশনে হামলার প্রতিবাদ এবং ভারতীয় বিভিন্ন মিডিয়াতে নেত্রকোন সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে সংবাদ প্রকাশের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 নেত্রকোনা জেলা যুব আন্দোলনের আহবায়ক মাওলানা আতাউল্লাহ সাদীর সভাপতিত্বে সদস্য সচিব মাওলানা আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল বারী, মাওলানা আনোয়ার শাহ, মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসেন সিদ্দিকী,  মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা সোলায়মান হাকিম নূরী, মাওলানা হযরত আলী, মুফতি মুসা, মাওলানা মুস্তাফা জেহাদী, পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি ঝণ্টু সাহা প্রমুখ।
এসময় পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি ঝণ্টু সাহা বলেন, নেত্রকোণা জেলায় এখন পর্যন্ত কোনো সংখ্যালঘু পরিবারের ওপর হামলা বা নির্যাতনের ঘটনা ঘটেনি। আমরা নেত্রকোনা জেলার বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর হামলা ও নির্যাতনের মিথ্যা
কল্পকাহিনী সাজিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য ভারতীয় মিডিয়ার প্রতি উদাত্ত  আহ্বান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *