নেত্রকোনার মদনের বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সংগঠন রাস ওয়েলফেয়ার সোসাইটির নিজস্ব অর্থায়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেবামূলক সংগঠন 'রাস ওয়েল ফেয়ার সোসাইটি'র নিজস্ব অর্থায়নে মঙ্গলবার ৯ (এপ্রিল) সকাল ১১টার দিকে 'রাস ওয়েলফেয়ার সোসাইটি'র মদন উপজেলা অফিস মিলনায়তনে শতাধিক হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাস ওয়েল ফেয়ার সোসাইটির মদন উপজেলার উপদেষ্টা মোঃ নুরুল ইসলাম, রাস ওয়েলফেয়ার সোসাইটির উপজেলার সভাপতি আব্দুল আউয়াল, মদন পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর জামাল মিয়া, সহ-সভাপতি জিয়াউর রহমান, সহ-সভাপতি আব্দুল মালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাস ওয়েলফেয়ার সোসাইটি সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, মদন প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আমিন তালুকদার ও বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান ভূঁইয়া এবং সংগঠনের সকল সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
মদন উপজেলা রাস ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি আব্দুল আউয়াল তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সংগঠন রাস ওয়েলফেয়ার সোসাইটি একটি মানবিক, সামাজিক সেবামূলক সংগঠন, আমরা হতদরিদ্র অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকারই হচ্ছে এ সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য।
সবার আগে আমরা আছি আপনার সাথে