( সুদর্শন আচার্য্য)
নেত্রকোনার মদনে এসএসসি পরিক্ষার্থীদের মাঝে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে খাবার পানি ও কলম বিতরণ করা হয়েছে। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও কেন্দ্রীয় ছাত্রদলের চলমান কর্মসুচীর অংশ হিসেবে মঙ্গলবার (১৫ এপ্রিল) মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি ও কলম বিতরণ করা হয়েছে।
বিশুদ্ধ খাবার পানি কলম বিতরণকালে মদন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হাসান এর সভাপতিত্বে, পৌর ছাত্রদলের আহবায়ক মাহমুদুর রহমান মিঠুর পরিচালনায়, বক্তব্য রাখেন, মদন সরকারি কলেজের ছাত্রদলের আহবায়ক গোলাম কিবরিয়া, সদস্য সচিব সাইমন আকন্দ লিমন। এ সময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
মদন পৌর শাখা ছাত্রদলের আহবায়ক মাহমুদুর রহমান মিঠু বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ও কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মস‚চির অংশ হিসেবে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও কলম বিতরণ করা হয়েছে। মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৫শ ৭১ জন পরিক্ষার্থীর মাঝে পানি ও কলম বিতরণ করা হয়।
সবার আগে আমরা আছি আপনার সাথে