প্রকাশের সময় 01/01/2025
নেত্রকোনা মদনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। শিক্ষা, ঐক্য, প্রগতি স্লোগান নিয়ে এই সংগঠনটি ১৯৭৯ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ছাত্রদল প্রতিষ্ঠা করেন। এতে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি এইচএম পিপুল, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামীম হাসান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মদনে কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। এসব কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯ ঘটিকায় পতাকা উত্তোলন করেছেন ১১: ৪৫ মিনিটে মদন বি এন পি কার্যালয় হতে প্রধান সড়ক হয়ে কলেজ মোড় হয়ে ছাত্রদলের রেলি উপজেলা পরিষদের সামনে শেষ হয়। এতে আলোচনা ও বক্তব্য রাখেন মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, মদন উপজেলা বি এন পি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ,পৌর বি এন পি সভাপতি কামরুজ্জামান চন্দন, সাবেক সাংগঠনিক শামসুল আলম (লালু), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ সেকুল, সাবেক মদন উপজেলা ছাত্র নেতা মির্জা রমজান আলী মাস্টার, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিপন শেক, পৌর ছাত্রদলের আহবায়ক মিঠু, মদন সরকারি কলেজ শাখার আহবায়ক গোলাম কিবরিয়া, আরও উপস্থিত ছিলেন কৃষক দল, তাঁতি দল,ওলামা দল, উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌর ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ ও ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।