প্রকাশের সময় 07/11/2024
নেত্রকোনা মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৭ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালি মদন বি এন পির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মদন প্রধান সড়ক হয়ে মদন সরকারি কলেজ মোড় হইতে প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এর আগে সকাল থেকেই বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে খন্ড খন্ড মিছিল সহকারে পুরাতন বাসস্ট্যান্ড ও বিভিন্ন এলাকা হইতে দলীয় কার্যালয়ে এসে জড়ো হয়।
মদন পৌর বিএনপি সাবেক তিনবারের সভাপতি ত্যাগী নেতা কামরুজ্জামান চন্দনের সভাপতিত্বে বিএনপি’র সদস্যসচিব জনাব রফিকুল ইসলাম আকন্দ সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক পৌর বিএনপির আহবায়ক বি এন পির নেতা সম্রাট, সাবেক মদন উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেকুল, বি এন পি সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল আলম লালু, বি এন পি নেতা আবু তাহের, যুবদলের সভাপতি রুবেল, যুবদল সদস্য সচিব হুমায়ুন কবির, এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সচিব আশরাফুল ইসলাম ও সাবেক সেচ্ছাসেবক দলের সভাপতি শাজাহান মিল্কি বি এন পি নেতা সাবেক নায়েকপুর ইউনিয়নের চেয়ারম্যান রোমান ও মদন উপজেলা সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাবেক মদন ইউপি চেয়ারম্যান মানিক কৃষক দলের পৌর বিএনপির সভাপতি মাসুদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা, শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং সকল ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে কঠিন ঐক্য বজায় রাখার আহবান জানান ও সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ভাটি বাংলার প্রাণপুরুষ মাটি ও মানুষের নেতা মজলুম জননেতা জনাব লুৎফুরজ্জান বাবর সাহেবের মুক্তির দাবি জানান এবং স্বৈরাচার সরকারের সময় হত্যা গুম খুন এর বিচারের আওতায় এনে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান।