নেত্রকোনার মদন উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৫ নতুন বছরকে স্বাগতম জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক কর্মসূচিতে নেমেছে এসো দেশ বদলাই তারুণ্য উৎসব র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোরি তানিয়া মৌ, জোবাইদা রহমান মহিলা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুখলেছুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম, মদন হাজি আব্দুল আজিজ খান সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ গিয়াস মাহমুদ, রুবেল,বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আঙ্গুর রহমান ভূঁইয়া, সাংবাদিক তানভীর হাসান, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ সাঈদ বিন ফজল অন্যান্য প্রমুখ।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গৃহীত ‘তারুণ্যের উৎসব’ নামক ৫১ দিন ব্যপী কর্মসূচি।
উপজেলায় প্রস্তুতিমূলক আলোচনা সভায় বিভিন্ন নতুন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন, যাতে করে জাতি পারে অনেক কিছু বদলাইতে এবং ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ এ নিয়েই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সবার আগে আমরা আছি আপনার সাথে