মদনে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

প্রকাশের সময় 01/06/2024

নেত্রকোণার মদন উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত পঞ্চাশজন। শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় উপজেলার কাইটাইল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে কেশজানি গ্রামের মাঠে জয়পাশা ও কেশজানি গ্রামের কিশোররা ফুটবল খেলছিল। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে সন্ধ্যায় দুই গ্রামের লোকজন নেত্রকোনা-মদন প্রধান সড়কে সংঘর্ষে জড়ায়। প্রায় একঘণ্টা যাবৎ এই সংঘর্ষ চলে। এতেম ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

 

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নয়ন ঘোষ জানান, রাত ৯টা পর্যন্ত আহত ৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *