নেত্রকোনার মদন মাঘান মান্দা উড়া গ্রামের তলার হাওরে বিকাশ চন্দ্র সরকারের লাগানো ২ একর বোরো ধানের জমি জোরপূর্বক কেটে নিয়ে যাওয়া কে কেন্দ্র করে দু,পক্ষের মাঝে হাতাহাতি ঘটনায় পাল্টাপাল্টি থানায় মামলা।
এ ঘটনায় জমির মালিক গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) উপজেলা তিয়শ্রী ইউনিয়নের ধরিবিন্নি গ্রামের ছয়জনকে আসামি করে পাল্টাপাল্টি থানায় মামলা দায়ের করেছেন কাতলা গ্রামের আবুল কাশেম মিয়া বাদী হয়ে।
মামলা ও মান্দাউড়া গ্রামের বর্তমান ইউপি সদস্য উত্তম সরকার ও সাবেক ইউপি সদস্য দেবরাজ চন্দ্র সরকার ও বিজয় মাস্টার সুত্রে জানা যায়, বিকাশ চন্দ্র সরকার ছত্রমপুর মান্দা উড়া মৌজা ১২৫৮ দাগে দুই একর বোরো ধানের জমি বর্গা চাষ করে মাঘান কাতলা গ্রামের কাসেম মিয়ার কাছে থেকে জমা নিয়ে।
এই জমির ধান কেটে বর্গা চাষি বিকাশ চন্দ্র সরকার তলার হাওরে রাখলে বাবলু মিয়া তার নিজের জমি দাবী করে জমির জমা বাবদ ১০ হাজার টাকা দাবি করে। টাকা না দেওয়ায় ধান নিতে বাধা সৃষ্টি করে।
এ ঘটনা বিকাশ চন্দ্র সরকার জমির মালিক কাসেম মিয়াকে অবগত করলে ঘটনাস্থলে এসে দুই পক্ষই জমির মালিকানা দাবি করে। এ নিয়ে দ্বন্দ্বে দু,পক্ষের মাঝে হাতাহাতির ঘটনাটি ঘটে। এ ঘটনায় দু,পক্ষই মদন থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সবার আগে আমরা আছি আপনার সাথে