প্রকাশের সময় 07/03/2024
মদনে পাইকুএ্যাপস খুলে একটি সংবদ্ধ চক্র হাতিয়ে নিল কয়েক কোটি টাকা
নেত্রকোনা মদনে তিয়শী ইউনিয়নে দৌলতপুর গ্রামে মোবাইলে(PAicoo) এ্যাপস খুলে একটি সংবদ্ধ চক্র দিগুণ টাকা কামানের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছে প্রায় কয়েক কোটি টাকা
এলাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায় দৌলতপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে সুহেলমিয়া(৩৫) তার হাত ধরেই ৩/৪ মাস পূর্বে একই এলাকার মৃত আনুমিয়ার ছেলে শফিক (৪০) দরিবিন্নি গ্রামের মৃত ছদ্দু মিয়ার ছেলে মাহাবুব (৫৫),মৃত মন্তুখাঁর ছেলে শফিক(৫৫), মুবাইল এ্যাপ্ছ পাইকু খুলে দিয়ে, লাখ লাখ টাকা কামানোর কথা বলে উদবোদ্ধ করে।এর পর একজন থেকে অন্য জনের মাধ্যমে ছড়িয়ে দেয়। এর ফলে বিন্নি,দৌলতপুর,বালালী, এলাকার প্রায় ৮৫%তরুণ, আবাল, বৃদ্ধ, বনিতা,এই এ্যাপসের দিকে ঝুখে খুয়েছেন প্রায় কোটি টাকা,।
বৃহস্পতিবার সরজমিনে গেলে সিধরপুর গ্রামের বাসিন্দা সাজুমিয়ার ছেলে খায়রুল (৪১) বলেন আমি ৫৮ হাজার টাকার ধরা খাইছি,মৃত কবির খঁনের ছেলে মাজুমিয়া(৪৫) বলেন আমার ৬০ হাজার টাকা গেছে। কেউবা জমি বন্ধ দিয়ে, কিউবা গরু বিক্রি করে, কিউবা চরাসুদে টাকা এনে পাইকুর মধ্যে বেশি টাকা পাওয়ার আশায় দিছে, আমার মত শতশত লোকের কাছথেকে দিগুণ টাকা পাবে এমন আশায় অনেকেই আজ পথের ফকির হয়ে গেছি। প্রায় ৩ কোটি টাকার মত হবে নিয়াগেছে কি করব ভাই এ নিয়ে সাধারণ মানুষের মাঝে উত্তেজনা, দেখা যায়।
দৌলতপুর সুলতান মিয়ার ছেলে,সুহেলমিয়ার বাড়ীতে গেলে, তার মা বলেন সুহেল কোথায় আছে তা আমরা জানিনা বাবা। মঠোফোনে বারংবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায় না।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কান্তি সরকার বলেন এখন পরর্যন্ত এ বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুদর্শন আচার্য্য