মদনে মাছ ধরাকে কেন্দ্রকরে ৯ বছরের শিশু নিহত, আহত ৩

প্রকাশের সময় 16/03/2024

মদনে  পশ্চিম ফতেপুর গ্রামে মাছ ধরা কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৯ বছরের এক শিশুর নিহতও ৩ জন গুরুতর আহত হয়েছে।

এলাকা ও পারিবারিক সূত্রে জানা যায় শুক্রবার দুপুরে পশ্চিম ফতেপুর গ্রামের ইছবঢালী খালে মাছ ধরা কে কেন্দ্র করে। হাবুলমুন্সীরও ইব্রাহিম মুন্সী লোকজনের সাথে  কথা কাটাকাটির হয়।এরই জের ধরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুই পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় আশিক মিয়ার ছেলে শিশু সজীব নিহত হয়। এবং সুলেমান (৩১) গোলাম রাব্বানি (১৭) আব্দুল হেকিম (৪৯) গুরুতর আহত হয়।

প্রতিবেশীর লোকজন আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিরাজ  জানান শিশু সজীবকে হাসপাতালে আনার পূর্বেই  মৃত্যু হয়েছ। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা রত অবস্থায় রয়েছেন।

 

মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য  জেলাসদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *