প্রকাশের সময় 24/06/2024
নেত্রকোনার মদন উপজেলার হাওরের দেশীয় প্রজাতির মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হাওর অধ্যুষিত অঞ্চলে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মদন উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ শাহ আলম মিয়া (ভূমি) সহকারী কমিশনার এ টি এম আরিফ। মদন থানা পুলিশের এস আই হারুনুর রশিদ, এএসআই শহিদুল ইসলাম।
মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসানের সহযোগিতায় উপজেলা কাইটাইল ইউনিয়নে শিবাশ্রম গ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে স্বপন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকার ১২৬ পিছ নতুন কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
জব্দকৃত অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল গুলো উপজেলা পাবলিক হল মাঠে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করার সময় উপস্থিত ছিলেন, সাধারণ জনগণ, পুলিশ প্রশাসন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া বলেন, হাওরের দেশীয় মাছ উৎপাদন সংরক্ষণ আইন বাস্তবায়নে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালের জেলেদের বিরুদ্ধে সারা বছরই এ অভিযান অব্যাহত থাকবে।