মদন পৌরসভার বাজেট অধিবেশন অনুষ্ঠিত

প্রকাশের সময় 26/06/2024

নেত্রকোণা মদন পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট অধিবেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বাজেট অধিবেশন পেশ করেন মদন পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ।

মদন পৌর মিলনায়তনে মদন পৌরসভা এ বাজেট অধিবেশনের আয়োজন করে।

নতুন করে করারোপ ছাড়াই  ৩০ কোটি ৫৬ লক্ষ টাকার উন্নয়ন বজেট ঘোষণা করেন মদন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ। এতে ৩০ কোটি ৩৩ লক্ষ  ৩০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

এ বাজেটে রাস্তাঘাট, ড্রেন নির্মাণ, ব্রীজ কালভার্ট, বিশুদ্ধ পানি ব্যবস্থা নলকূপ স্থাপন, পাবলিক টয়লেট নির্মাণ ও সড়ক বাতি স্থাপনে গুরুত্ব দেয়া হয়। বাজেট ঘোষণা শেষে পৌর নাগরিকদের অংশগ্রহণে বাজেটের উপর উন্মুক্ত  আলোচনা অনুষ্ঠিত হয়।

বাজেট অধিবেশন অনুষ্ঠানটি মদন পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মদন পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ জামিল হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, সকল পৌর কাউন্সিলর, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরো, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার (সভাপতি) সাংবাদিক হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান ভূঁইয়া, মদন প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন,উপজেলা দৈনিক ভোরের কাগজ  সাংবাদিক পরিতোষ দাস, দৈনিক কালবেলা সাংবাদিক সুদর্শন আচায্য, সমাজের প্রতিনিধি, প্রবীণ নাগরিকসহ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *