যুবদল নেতা মামুনকে চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

প্রকাশের সময় 02/10/2024

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বার বার গ্রেপ্তার হয়ে কারাগারে হৃদরোগে আক্রান্ত নেত্রকোনা পৌর শহরের সাতপাই কেডিসি রোড এলাকার বাসিন্দা সাবেক ছাত্রনেতা নেত্রকোনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আল মামুনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় দৈনিক দিনকাল কার্যালয়ে তারেক রহমানের পক্ষ থেকে মামুনের চিকিৎসায় নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক ইমরান হাসান মজুমদার প্রমুখ নেতা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের চিকিৎসা সহায়তা পেয়ে যুবদল নেতা মামুন আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তিনি জানান আমার পুরো পরিবার জন্ম লগ্ন থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত বড় ভাই খন্দকার সাইফুল ইসলাম আবু বার বার কারাভোগ করে হৃদ রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করেন,আরেক ভাই খন্দকার মোস্তাক আহমেদ সেফু তিনিও অসুস্থ আমি সকলের কাছে দোয়া চাই পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আমারা বিএনপি পরিবার প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *