প্রকাশের সময় 25/12/2024
বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও নিহত দেরকে স্মরণ করে’অধিকার’নামে চারণ কবি মুকলেছ উদ্দিন এর নতুন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
কাব্যগ্রন্থটিতে কবি মুকলেছ উদ্দীন ২০২৪ সালে পহেলা জুলাই থেকে ৫ ই আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন চিত্রের কথা তুলে ধরেছেন।তুলে ধরেছেন আওয়ামী শাসন আমলে নানান অত্যাচারের কাহিনী কে।
কবি মুকলেছ উদ্দিনের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার চানগাও গ্রামে।
তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘মদনের বিলুপ্ত ইতিহাস ও লোকসংস্কৃতি,ইতিহাসের পাতা,রক্তে ঝরা জুলাই, অধিকার অন্যতম।
কাব্যটির বিষয়ে কবি মুকলেছ উদ্দিন বলেন,বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও নিহতদের চিত্র আমাকে খুব নাড়া দিয়েছে।তাদের এই চিত্র দেখে আমি অনেক দিন ঘুমাতে পারিনি। তাই তাদের এই আন্দোলনের চিত্র আমি আমার কলমের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।আমি চাই সাদা কালের ভেদাভেদ ভুলে এক কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে আমাদের এই বাংলাদেশ।
কবি মুকলেছ উদ্দিনের অসামান্য কাব্য লেখার জন্য পেয়েছেন অনেক গুণীজন সম্মাননা।