সদ্য সরকারিকৃত কেন্দুয়া ডিগ্রি কলেজঃ সকালে অধ্যক্ষ নিয়োগ আদেশ বিকেলে বাতিল


publisher প্রকাশের সময় : ০৫/০২/২০২৫, ১০:১২ PM / Views
সদ্য সরকারিকৃত কেন্দুয়া ডিগ্রি কলেজঃ সকালে অধ্যক্ষ নিয়োগ আদেশ বিকেলে বাতিল

প্রকাশের সময় 05/02/2025

 

(নেত্রকোনা প্রতিনিধিঃ সোহেল মিয়া)

 

সদ্য সরকারিকৃত নেত্রকোনার কেন্দুয়া ডিগ্রি কলেজ। কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ শিক্ষক সরকারি অধ্যাপক মো. শফিকুল আলমকে নিয়োগ দেওয়া হয়। পরে একই দিন বিকেলে ওই নিয়োগ আদেশ বাতিল করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-১) মুহাম্মদ সফিউল বশর স্বাক্ষরিত পৃথক দুটি পত্রে এ তথ্য জানা গেছে।

তবে কি কারণে নিয়োগ আদেশটি বাতিল করা হয়েছে- তা বাতিল আদেশের পত্রে উল্লেখ করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদ্য সরকারিকৃত কেন্দুয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন তালুকদারের অবসরজনিত কারণে অধ্যক্ষ পদটি শূন্য হয়। কলেজটির নতুন অধ্যক্ষ পদায়ন না হওয়া পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম চলমান রাখার স্বার্থে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ০৫-০২-২০২৪ তারিখের ৩৭.০০.০০০০.০৭৪.০০২.০০১.২০২১-৫১ স্মারক পত্রের নির্দেশনা অনুযায়ী কলেজটির জ্যেষ্ঠ শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সহকারী অধ্যাপক মো. শফিকুল আলমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করে গত ৪ ফেব্রুয়রি সকালে এক পত্র দেওয়া হয়। পরে একই দিন বিকেলে অন্য একটি পত্রের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ০৪-০১-২০২৫ তারিখের ৩৭.০২.০০০০.১০৩.৯৯.০১৭.২০২৪-৬৯ স্মারক মোতাবেক সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮ এর আলোকে সদ্য সরকারিকৃত কেন্দুয়া ডিগ্রি কলেজের আর্থিক ক্ষমতাসহ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব প্রদান সংক্রান্ত অফিস আদেশটি বাতিল করেন সহকারী পরিচালক মুহাম্মদ সফিউল বশর।

ব্রেকিং নিউজ
#তারুণ্যের উৎসব উপলক্ষে তিন দিনের বইমেলায় উদ্বুদ্ধ তরুণ প্রজন্ম#সদ্য সরকারিকৃত কেন্দুয়া ডিগ্রি কলেজঃ সকালে অধ্যক্ষ নিয়োগ আদেশ বিকেলে বাতিল#নেত্রকোনায় স্ত্রীকে শ্বাস রুদ্ধ করে  হত্যাঃ পাষন্ড স্বামী আটক#মদনে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ#নেত্রকোনায় উদ্ধারকৃত গন্ধগোকুল বনে অবমুক্ত#নেত্রকোনার সীমান্তে ৩১ বিজিবির অভিযানঃ ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ#গৃহবধু আত্মহত্যা নাকি হত্যা দ্বিমত পিত্রালয়ের লোকজনের।#আটপাড়ায় বাস ও সিএনজির সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক  নিহত #নেত্রকোনার মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী#খালিয়াজুরী দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত#পূর্বধলায় দীর্ঘদিন পর আদালতের রায়ে জমি বুঝে পেয়েছে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ#রাহুল রাজ এর ভিন্ন ধারার ছোট গল্প- একজন ছমির মোল্ল্যা#আটপাড়া উপজেলার আওলীগের ৪০ নেতাকর্মী কারাগারে#১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির সম্মেলন, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ#নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত #নেত্রকোনায় লিমা হত্যাকাকারীদের ফাঁসির দাবীতে মানব বন্ধন#নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু#গৌরীপুরে ২ দিনব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ #ক্ষণজন্মা তবু কর্মে যিনি মৃত্যুঞ্জয়ী!#মরহুম এডভোকেট আব্দুল কদ্দুছ এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল