
প্রকাশের সময় 24/04/2025
স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ)
সাতক্ষীরা জেলার তালা উপজেলার দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি রোকনুজ্জামান টিপু’র মুক্তি ও তথ্য চাওয়ায় কারাদণ্ড দেয়ায় ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (২৩ এপ্রিল) মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর উপজেলা শাখা ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম এর যৌথ উদ্যোগ গৌরীপুর কালিখলা কৃষ্ণচূড়া চত্বরে এ আয়োজন করা হয় ।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা। সঞ্চালনা করেন গৌরীপুর মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মো. রইছ উদ্দিন। বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, দৈনিক কালের কন্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি আলম ফরাজী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহিন, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গৌরীপুর শাখার সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, হলি সিয়াম শ্রাবণ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, অর্থ সম্পাদক শামীম আলভী , বিএমএসএফ গৌরীপুরের কার্য্যনির্বাহী সদস্য মো. কামাল উদ্দিন, মাহফুজুর রহমান, শামীম আনোয়ার, আশিকুর রহমান রাজিব, সাংবাদিক ঐক্য ফোরামের সুপক রঞ্জন উকিল, মতিউর রহমান খান, আবুল কালাম আজাদ, আশিকুর রহমান, জনি হামিদ প্রমুখ। এছাড়াও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, দৈনিক যুগান্তরের তাড়াইল প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তির দাবি জানান বক্তারা।