প্রকাশের সময় 16/12/2024
নেত্রকোনা জেলার মোহনগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৌরশহরের বার্তারগাতী এলাকা থেকে তাদের আটক করা হয়।
নেত্রকোণার সেনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, মোহনগঞ্জ পৌরশহরের বার্তারগাতী এলাকার মো. রফিকুল ইসলাম (৪৫) ও মোঃ শাহিন (৪০)।
সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় মোহনগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তাহমিদুল আলম নোমানের নেতৃত্বে বার্তারগাতী এলাকায় অভিযান চালিয় একটি বাড়িতে তল্লাশি করে ৭৫ পিস ইয়াবা, এক পুরিয়া হেরোইন, হেরোইন ওজন করার যন্ত্র পাওয়ার যায়। পরে এ ঘটনায় জড়িত মো. রফিকুল ইসলাম ও মোঃ শাহিন নামের ওই দুজনকে আটক করা হয়। এছাড়াও তাদের থেকে দুটি মোবাইলফোন ও একটি ট্যাবলয়েডফোন উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর ওই কর্মকর্তা জানান, উদ্ধারকৃত মাদকসহ আটককৃতদের মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এলাকায় নিয়মিত টহল কার্যক্রম চলমান রয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আটককৃতরা থানা হাজতে রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার সকালে আদালতে পাঠানো হবে।