সৌদিআরবের সাথে মিল রেখে গৌরীপুরে ঈদের জামাত অনুষ্ঠিত

প্রকাশের সময় 10/04/2024

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর সুরেশ্বর দরবার শরীফে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা মো. ইব্রাহিম।

নারীরাও পৃথক জামাতে নামাজ আদায় করেন। সুরেশ্বরের মুরীদান ভক্তগন দূর-দূরান্ত থেকে সকাল থেকেই জামাতে নামাজ আদায়ের জন্য হাজির হন। ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, হালুয়াঘাট, নান্দাইল, ফুলপুর, শম্ভুগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আগত দুই শতাধিক ভক্তগণ এ জামাতে অংশগ্রহণ করেন। বিশ্ব মুসলিম উম্মাহর সম্প্রীতি-শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাহাদুরপুর সুরেশ্বর দরবার শরীফের খাদেম শাহ সেকান্দার আলী সুরেশ্বরী বলেন, বিশ্ব মুসলিম উম্মাহ চাঁদ দেখার প্রথম দিনে ঈদ উদযাপন করে। আমরাও চাঁদের গণনায় ঈদ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *