তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। জীবিকার তাগিদে ঘর থেকে বের হলেই প্রচণ্ড গরমে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। পানি পান করে, গাছের ছায়ায় বসে শরীরকে একটু শীতল করার আপ্রাণ চেষ্টায় সবাই। এর মধ্যেই আবহাওয়া অধিদফতর বলছে, আগামী দুদিন তাপমাত্রা আরও বাড়বে।
বৈশাখের তীব্র তাপপ্রবাহে নেত্রকোনাসহ পুড়ছে দেশ। গরমে হাঁসফাঁস অবস্থা। তারপরও প্রয়োজনের তাগিদে কর্মস্থলমুখী নগরবাসী। উপায় না পেয়ে অনেককেই রাস্তায় নামতে হয়েছে জীবিকার তাগিদে। গত এক সপ্তাহ ধরে দুর্ভোগের শেষ নেই খেটে খাওয়া মানুষের।
কেউ গরম থেকে নিষ্কৃতি পেতে পান করছেন পানিসহ নানা পানীয়। কেউ চুমুক দিচ্ছেন ডাবে। তবে ডাবের আকাশচুম্বী দামে অনেকের শরীরের তাপমাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে।
স্বস্তির কোনো খবর নেই আবহাওয়ার অধিদফতরের কাছে। উল্টো বুধবার (২৪ এপ্রিল) তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছে। আর আপাতত নেই বৃষ্টির কোনো সম্ভাবনাও।
সবার আগে আমরা আছি আপনার সাথে