প্রকাশের সময় 11/10/2024
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার হরিণধরা গ্রামে শুক্রবার সকালে শারদীয় দুর্গা পূঁজায় অঞ্জলি দিতে মন্ডপে যাওয়ার পথে নৌকা ডুবিতে দুইজনের মৃত্যু হয়েছে।
মৃতরা হচ্ছে, হরিণধরা গ্রামের সঞ্জয় তালুকদারের ১৮ বছরের মেয়ে ঋতু তালুকদার এবং তার ভাই বিপ্লব তালুকদারের সাত বছরের ছেলে অমিত তালুকদার। অমিত হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের বরাত দিয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন সাংবাদিকদের বলেন, ঋতুসহ ছয়জন একটি নৌকায় করে হরিণধরা গ্রামের পূর্ব পাড়া থেকে পশ্চিম পাড়ায় পূজা মন্ডপে অঞ্জলি দিতে যাচ্ছিল। পথে নৌকাটি কাৎ হয়ে এক পর্যায়ে ডুবে যায়। এ সময় নৌকার চার জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ঋতু ও অমিত ডুবে যায়। স্থানীয় লোকজন অনেক চেষ্টার পর ঋতু ও অমিতকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই জনকে মৃত ঘোষণা করেন।