প্রকাশের সময় 13/10/2024
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মোঃ আবুল হাশেম ভূঁইয়া’র বিরুদ্ধে প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৩ অক্টোবর) দুপুরে বাড়লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে পাইকুড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পাইকুড়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মোঃ আবুল হাশেম ভূঁইয়া’র বিরুদ্ধে প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন তারেক রহমান ফাউন্ডেশনের সভাপতি, যুবদল নেতা মোঃ শরিফুল আজম মানিক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, এলাকাবাসীর পক্ষে মোঃ মাতু মিয়া, মোঃ মোসলেম উদ্দিন, ইউনিয়ন ইসলামী ঐক্য আন্দোলনের সভাপতি ওমর ফারুক মিন্টু প্রমুখ। পরে তারা বিক্ষোভ মিছিল করে।
মানবন্ধনে বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শের সূর্য সৈনিক, রাজপথের লড়াকু নেতা, সৎ, নির্ভিক, অন্যায় ও অশুভ শক্তির কাছে হার না মানা, আওয়ামী দুঃশাসনের শিকার, বার বার কারা নির্যাতিত পাইকুড়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মোঃ আবুল হাশেম ভূঁইয়ার জনপ্রিয়তায় ভীত হয়ে পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসররা প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক ভাবে গত ৩ অক্টোবর টিসিবি’র চাল আত্মসাৎ এর কথিত অভিযোগ এনে যৌথ বাহিনীর কাছে তাকে ফাঁসিয়ে দেয়। মানববন্ধনে বক্তারা, এ ধরনের ঘৃন্য ন্যাক্কার জনক ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অন্তর্বর্তী কালীন সরকারের কাছে মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে হাশেম ভূইয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানান।