প্রকাশের সময় 26/10/2024
ভারতের অভ্যন্তরে মৃত্যুবরণ করা বাংলাদেশের রিজাউল করিমের মরদেহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শনিবার বেলা ১টার দিকে ৩১ বিজিবি ও পুলিশের কাছে হস্তান্তর করেছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামান সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৪ অক্টোবর সন্ধ্যায় নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) আওতাধীন ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া বিওপি’র দীগলবাঘ সীমান্ত দিয়ে ৭জন বাংলাদেশী ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। এ সময় ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের দমদমা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে ৬ জন পালাতে সক্ষম হলেও ১জন কালভার্টের পানিতে পড়ে তলিয়ে যায়। বিএসএফ সদস্যরা তৎক্ষনাৎ তাকে কালভার্চের নীচ থেকে উদ্ধার করে স্থানীয় প্রাইমারি হেল্থ কেয়ার সেন্টারে ভর্তি করে এবং সেখানে গত ২৪ অক্টোবরেই সে মৃত্যুবরণ করে। ভারতে মৃত ব্যক্তির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বি এস এফ এর দাবী, পলাতে গিয়ে উক্ত ব্যাক্তি কালভার্ট হতে পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে অচেতন অবস্থায় পানিতে পড়ে মারা গেছেন।
পরবর্তীতে মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত হয়। তিনি শেরপুর জেলার সদর উপজেলার আলিনা পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোঃ রিজাউল করিম।
এ ব্যাপারে বিজিবি ভারতীয় বি এস এফ এর সাথে যোগাযোগ করলে বি এস এফ আজ ২৬ অক্টোবর বেলা ১টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) বিজয়পুর বাগমারা সীমান্ত এলাকায় পুলিশ ও মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরদেহটি বিজিবি’র কাছে হস্তান্তর করে।
বিজিবি’র কমান্ডার জানান, মরদেহটি বাংলাদেশে পূনরায় ময়না তদন্ত করার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।