প্রকাশের সময় 02/12/2024
নেত্রকোণার মদন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও ভূমি কর্মকর্তা রেজোয়ান ইফতেকারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঝাড়ু মিছিল করেছে বিএনপি’র নেতৃবৃন্দরা।
২ রা ডিসেম্বর রোজ সোমবার সকাল ১১ টা দিকে উপজেলা বিএনপি ও পৌর বি এন পি অঙ্গসংগঠনের দলীয় কার্যালয়ের সামনে থেকে ঝাড়ু মিছিল বের করে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ করেন।
তবে ভারপ্রাপ্ত ইউএনওর দাবি উপজেলা বিএনপির সভাপতি সম্পাদকসহ কিছু নেতৃবৃন্দ মদন পৌরসভার ওএমএস এর ডিলার নিয়োগে তিনটি অনৈতিকভাবে দাবী করেন। তাদের অনৈতিক দাবি পূরণ না করায় তার বিরুদ্ধে এই ঝাড়ু মিছিল করেছে।
পরে মদন প্রেসক্লাব মিলনায়তনে লিখিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির নেতাকর্মীরা বলেন, ভূমি কর্মকর্তা রেজওয়ান ইফতেকার মদন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা দায়িত্বে রয়েছেন। একই সাথে মদন পৌরসভার মেয়র প্রশাসকের ও দায়িত্বে রয়েছেন।
সরকারি নীতিমালা তোয়াক্কা না করে জলমহল ইজারা, ভূমি অফিসের বিভিন্ন কর্মকান্ডে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির করে যাচ্ছেন। তিনি মদন পৌরসভা মেয়র প্রশাসকের দায়িত্বে থাকায় জনসাধারণের নাগরিক সেবা সঠিকভাবে দিচ্ছেন না তিনি। এছাড়াও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের পরামর্শ চাইলে তাদের সাথে অসদাচরণ করেন তিনি।
সুষ্ঠু তদন্তের মাধ্যেমে উপজেলা থেকে প্রত্যাহার করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে আজ এই ঝাড়ু মিছিল বের করেন বিএনপির নেতৃবৃন্দ।
বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ তিনি বলেন, গতকাল আমি সহ বিএনপির সভাপতি পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ
নেতৃবৃন্দকে নিয়ে ভারপ্রাপ্ত ইউএনওর অফিসে যাই, অফিসে যাওয়া আলাপচারিতার এক পরিপ্রেক্ষিতে উনি আমাদের সাথে অসাৎধাচরন করেন বিদায় আমরা তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করতে বাধ্য এবং ৭২ ঘন্টার ভিতরে মদন উপজেলা থেকে বদলি না হলে পরবর্তীতে আমরা কঠোর আন্দোলনে নামবো তার বিরুদ্ধে।
মদন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও ভূমি সহকারি কর্মকর্তা রেজওয়ান ইফতেখার বলেন, মদন পৌরসভা ওএমএস এর ছয়টি ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর প্রেক্ষিতে ১৬ টি আবেদন জমা হয়েছে অফিসে।
রবিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার সহ বিএনপির কয়েকজন নেতৃবৃন্দ আসেন এবং ওএমএসের ডিলার নিয়োগের ব্যাপারে কথা বলেন। তখন আমি তাদেরকে জানিয়েছি নিয়ম অনুযায়ী একটি পরিবেশকের বিপরীতে একাধিক আবেদন জমা হলে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ করা হবে। তখন তিনি অনৈতিকভাবে তিনটি ডিলার তাদের পছন্দের ব্যক্তিকে দেওয়ার জন্য বলেন, এবং বাকি তিনটি লটারি করতে বলেন তিনি। এই অনৈতিক দাবি পূরণ না করায় সোমবার বিএনপি নেতৃবৃন্দ আমার বিরুদ্ধে এই মিছিলটি করেছে। এ ছাড়া আর কোন কারণ অন্য কোন বিষয় আমি জানিনা।