নেত্রকোণায় ৪৬তম জাতীয়  বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু 

প্রকাশের সময় 14/01/2025

নেত্রকোণায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

“জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হব বিশ্বময়” এই প্রতিপাদ্যে আজ (১৪ জানুয়ারি) মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুম প্রাঙ্গণে  নেত্রকোণা সদর উপজেলা প্রশাসন এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করে।
মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক।
এ সময় উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক সাংবাদিকদের জানান, সর্বস্থরে বিজ্ঞান অনুরাগ ও বিজ্ঞান সচেতনতার সৃষ্টি এবং শিশু কিশোর ও তরুনদের উদ্বাবনী শক্তি বিকাশের উৎসাহ সৃষ্টির লক্ষে দুই দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ এবং সেমিনারের আয়োজন করা হয়েছে। এই মেলায় স্কুল, কলেজ ও মাদরাসার ষোলটি টিম নিজ নিজ উদ্বাবনী প্রযুক্তি নিয়ে অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *