আগামীকাল নেত্রকোণা জেলা যুবদলের সভাপতি মরহুম আল আমিন খান পাঠানের মৃত্যু বার্ষিকী

প্রকাশের সময় 21/01/2025

(সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ)
আগামীকাল ২২জানুয়ারি নেত্রকোণা জেলা যুবদলের প্রয়াত সভাপতি মরহুম আল আমিন খান পাঠান এর ২২তম মৃত্যু বার্ষিকী।
এ উপলক্ষে নেত্রকোণা জেলা যুবদল ও তার পরিবারের পক্ষ থেকে নানা ধরনের কর্মসুচি গ্রহন করা হয়েছে। গৃহীত কর্মসুচির মধ্যে রয়েছে, সকাল ৬টায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারন, সকাল ১১ টায় মরহুমের গ্রামের বাড়ি আটপাড়া উপজেলার ঘাগড়ায় কবর জিয়ারত, দুপুর ২টায় উকিল পাড়া বনানী সংঘের মাঠে দুস্তদের মাঝে খাবার বিতরণ, বেলা ২টা ৩০ মিনিট ঘটিকায় দলীয় কার্যালয়ে স্মরণ সভা এবং বাদ আছর বড় বাজার মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ ছাড়াও মরহুমের পরিবারের পক্ষ থেকে তেরী বাজারস্থ বাসভবনে কোরআন খানি, জিকির আজকার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *