আটপাড়ায় বাস ও সিএনজির সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক  নিহত 

প্রকাশের সময় 29/01/2025

(সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ)
নেত্রকোনার আটপাড়া উপজেলার বাগজান এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল (৫২) নিহত এবং  আরও দুই যাত্রী  আহত হয়েছে।
আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে নেত্রকোনা-তেলিগাতী সড়কের বাগজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুজ্জামান কামাল আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি দীর্ঘ দিন যাবৎ দুওজ ইউনিয়ন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
   স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কামরুজ্জামান কামাল নেত্রকোনা জেলা সদরে বসবাস করতেন। তিনি প্রায়ই কৃষি কাজ ও রাজনীতির কারণে গ্রামের বাড়িতে যাতায়াত করতেন।
বুধবার সকালে তিনি বাসা থেকে বের হয়ে একটি সিএনজি করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তার সিএনজিটি
নেত্রকোনা-তেলিগাতী সড়কের বাগজান এলাকায় পৌছলে মদন থেকে নেত্রকোনাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার সিএনজির অপর দুই যাত্রী আহত হয়।
এ ব্যাপারে আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মৃতদেহটি উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা স্থল থেকে বাস ও সিএনজি জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *