নেত্রকোনায় উদ্ধারকৃত গন্ধগোকুল বনে অবমুক্ত


publisher প্রকাশের সময় : ০৪/০২/২০২৫, ৯:৫৬ PM / Views
নেত্রকোনায় উদ্ধারকৃত গন্ধগোকুল বনে অবমুক্ত

প্রকাশের সময় 04/02/2025

 

(নেত্রকোনা প্রতিনিধিঃ সোহেল মিয়া)

 

নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরের মামুনুল কবীর খান নামে এক ব্যক্তির বাসার সিলিংয়ের ওপর থেকে বিলুপ্ত প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ওই বাসা থেকে ৩ ফুট দৈর্ঘ্যের এবং প্রায় ৪ কেজি ওজনের এ প্রাণিটি উদ্ধার করা হয়।

 

পরে বাসার মালিক স্থানীয় বনবিভাগের লোকজনকে সংবাদ দিলে তারা এটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিকেলে উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের বনে অবমুক্ত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে মামুনুল কবীর খানের বাসার সিলিংয়ের ওপর গন্ধগোকুলটির চেঁচামেচির শব্দ শুনতে পেয়ে বাসায় থাকা শিশুরা ভয় পায়। পরে মামুনুল কবীর খান স্থানীয় লোকজনের সহায়তায় সিলিংয়ের ওপর থেকে গন্ধগোকুলটিকে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় বনবিভাগের লোকজনকে খবর দিলে উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাদিউল ইসলাম ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার নির্বাহী পরিচালক আনিসুর রহমানসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে ছুটে এলে তাদের কাছে প্রাণিটি হস্তান্তর করা হয়। পরে তারা স্থানীয়ভাবে প্রাণিটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করেন।

 

মামুনুল কবীর খান বলেন, বাসার সিলিংয়ের ওপর গত রাতে হঠাৎ প্রাণিটির শব্দ শুনতে পাই। পরে মঙ্গলবার দুপুরেও একই শব্দ শুনে আমার ছেলেরা প্রাণিটি দেখে ভয় পেয়ে যায়। তারপর স্থানীয় লোকজনের সহযোগিতায় এটিকে দড়ি দিয়ে বেঁধে উদ্ধার করি। এতে প্রাণিটি কিছুটা আহত হয়। পরে এটিকে বনবিভাগের লোকজনের কাছে হস্তান্তর করি।

 

উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাদিউল ইসলাম বলেন, এক সময় ব্যাপক বিচরণ থাকলেও বর্তমানে বিলুপ্তির পথে। আমরা বিলুপ্ত প্রায় এই প্রাণিটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করেছি।

 

এ বিষয়ে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থা (বিসিএসএসসি) নির্বাহী পরিচালক আনিসুর রহমান বলেন, নিরাপদ আবাসস্থল ও খাদ্য সংকটের কারণে বিলুপ্ত প্রায় এসব প্রাণি। তাই আমাদেরকে বন ও বন্যপ্রাণি রক্ষায় আরো সচেতন হওয়াটা জরুরি।

ব্রেকিং নিউজ
#মদনে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ#নেত্রকোনায় উদ্ধারকৃত গন্ধগোকুল বনে অবমুক্ত#নেত্রকোনার সীমান্তে ৩১ বিজিবির অভিযানঃ ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ#গৃহবধু আত্মহত্যা নাকি হত্যা দ্বিমত পিত্রালয়ের লোকজনের।#আটপাড়ায় বাস ও সিএনজির সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক  নিহত #নেত্রকোনার মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী#খালিয়াজুরী দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত#পূর্বধলায় দীর্ঘদিন পর আদালতের রায়ে জমি বুঝে পেয়েছে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ#রাহুল রাজ এর ভিন্ন ধারার ছোট গল্প- একজন ছমির মোল্ল্যা#আটপাড়া উপজেলার আওলীগের ৪০ নেতাকর্মী কারাগারে#১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির সম্মেলন, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ#নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত #নেত্রকোনায় লিমা হত্যাকাকারীদের ফাঁসির দাবীতে মানব বন্ধন#নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু#গৌরীপুরে ২ দিনব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ #ক্ষণজন্মা তবু কর্মে যিনি মৃত্যুঞ্জয়ী!#মরহুম এডভোকেট আব্দুল কদ্দুছ এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল#নেত্রকোণায় আল-ফালাহ্ আইডিয়াল মাদ্রাসার নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।#আগামীকাল নেত্রকোণা জেলা যুবদলের সভাপতি মরহুম আল আমিন খান পাঠানের মৃত্যু বার্ষিকী#বাউল সাধক রশিদ উদ্দিনের ১৩৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় দুই দিনব্যাপী স্মরণসভা ও বাউল উৎসব অনুষ্ঠিত