নেত্রকোনায় ৮ম শ্রেণির ছাত্রীকে লাঞ্চিত ও মারধর করার প্রতিবাদে ছাত্রী শিক্ষক অভিভাবকদের মানববন্ধন 

প্রকাশের সময় 24/04/2025

 (এ কে এম আব্দুল্লাহ)
নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রীকে উত্যক্ত, শারীরিক ভাবে লাঞ্চিত করার প্রতিবাদে এবং অভিযুক্ত অপরাধী ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিদ্যালয়ের সামনের সড়কে নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ছাত্রী শিক্ষক অভিভাবকবৃন্দ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর হায়দার ফকির, সহকারী শিক্ষক মুসা আলী, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী আব্দুর রহীম এবং এডহক কমিটির সভাপতি হাবিবুর রহমান খান। এছাড়াও শিক্ষার্থী জিনাত আক্তার, সৌরভী আক্তার ও ঐশ্বর্য বিশ্বাস।
মানববন্ধনে বক্তারা সমাজের সর্বক্ষেত্রে শিক্ষার্থী ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত বখাটে যুবক
মোঃ নাসিম ও তার সহযোগী মোঃ মাসুম, মোঃ ফয়সাল এবং সোনালীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।
ভুক্তভোগী ছাত্রীর বড় বোন থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, গত ২১ এপ্রিল বিকেলে তার ছোট বোন এক আত্মীয়ের সঙ্গে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অভিযুক্তরা তাকে উত্যক্ত করে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখ্যান করায় তারা তার ছোট বোনকে শারীরিকভাবে লাঞ্ছিত, মারধর করে এবং টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *