প্রকাশের সময় 21/12/2023
আইরিন আলিফ,
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের মূলগাঁও গ্রামের মৃত ফজর আলীর ছেলে মতিউর রহমান মতি মেম্বার (৬২) হত্যার ক্লুলেস মামলায় ২ আসামীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত মঙ্গলবার ভোরে কলমাকান্দার পোগলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মতিউর রহমান মতি মেম্বারকে দুর্বৃত্তরা হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে রঘুনাথপুর গ্রামের ফসলী জমিতে ফেলে রাখে।
নিহতের প্রথম স্ত্রী আয়েশা আক্তার বাদী হয়ে এ ব্যাপারে কলমাকান্দা থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের দিকনির্দেশনায় কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হকের তত্বাবধানে ক্লুলেস মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মো. জুনেব খান আধৃনিক তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে ২ আসামীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, পোগলা গ্রামের মো. সাজু খান (৩৫) ও একই গ্রামের মো. আপেল (১৯)। চোরাই গরু বিক্রয়ের টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে গ্রেপ্তারকৃতরাসহ আরো ২-৩ জন পূর্বপরিকল্পিতভাবে মতি মেম্বারকে মাথায় আঘাত করে হত্যার ঘটনা স্বীকার করে বৃহস্পতিবার নেত্রকোনা কলমাকান্দা আমলী আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিমি সাহা’র আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।